গ্রামীণ কমিউনিকেশানসের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা
বছর পেরিয়ে আবার এলো পহেলা বৈশাখ। বাঙালি জাতিসত্ত্বার এক অনন্য উদযাপন। বাঙ্গালিয়ানা মানে উৎসব, বাঙ্গালিয়ানা মানে রং। আমরা জাতি হিসেবে পহেলা বৈশাখ প্রথম উদযাপন করি মোঘল সম্রাট আকবরের সময় থেকেই। আমাদের জাতিসত্বায় পহেলা বৈশাখে পান্তা-ইলিশের উপস্থিতি যেমন আনন্দমুখর; তেমনি কিংবা তার চেয়ে বেশি অর্থপূর্ণ হল বিগত বছরের সকল গ্লানি, ব্যর্থতা থেকে কতটা শিক্ষা আমরা নিতে পেরেছি।
বৈশাখের এই চেতনাকে লালন করেই এ বছরও আমরা আরও একটু সামনে এগিয়ে যেতে চাই একটি প্রতিষ্ঠান হিসেবে; একটি দল হিসেবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই পথচলায় অতীতের ন্যায় এবারও আপনাদের আমরা সহযাত্রী হিসেবে পাশে পাব। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ১৪৩০ বাংলা নববর্ষের শুভেচ্ছা!
আপনার শুভকামণায়,
টিম গ্রামীণ কমিউনিকেশান্স