• +88 02 44 80 20 81
  • gc@grameen.org

গ্রামীণ কমিউনিকেশানস্ কর্তৃক করোনা প্রার্দুভাবে অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি।

গ্রামীণ কমিউনিকেশানস্ কর্তৃক করোনা প্রার্দুভাবে অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি।
Image

বিশ্বব্যাপি ভয়াবহ মহামারী আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর সংক্রামন প্রতিদিন বেড়েই চলেছে। সংক্রামন রোধে সরকার প্রায় ১ মাস ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা লকডাউন ঘোষণা করেছে। শিল্প প্রতিষ্ঠান অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় হতদরিদ্র, ভিক্ষুক, ও কর্মক্ষম নয় এমন কিছু পরিবারকে (যারা কোনোপ্রকার সহায়তা পায়নি) খাদ্য সহায়তা প্রদানের জন্য গ্রামীণ পরিবারের অনেক প্রতিষ্ঠান কর্মসূচি গ্রহণ করেছে। গ্রামীণ কমিউনিকেশানস্ও সাধ্যমত ৩ শত পরিবারের ১৫০০ জন কে (আনুমানিক) ০৩ মাস এর খাদ্য সহায়তা দেয়ার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে ঠাকুরগাঁও, তারাগঞ্জ (নীলফামারী), সারিয়াকান্দি (বগুড়া), গঙ্গাচড়া (রংপুর), উলিপুর (কুড়িগ্রাম), কালিগঞ্জ (সাতক্ষীরা) এবং সরিষাবাড়ী (জামালপুর) উপজেলায় মোট ৪০ টি পরিবারের ১২২ জন কে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চলতি সপ্তাহে ১২ টি উপজেলার ৬০ টি পরিবারের ৩০০ জন কে  খাদ্য সহায়তা প্রদান করা হবে। দুই সপ্তাহের খাদ্য সহায়তা হিসাবে পরিবারের সদস্যপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু এবং পরিবার প্রতি ১.৫ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি তেল  এবং ১ টি সাবান প্রদান করা হচ্ছে।